নিউইয়র্কে এবাউট টাইম ইভেন্টস-এর আয়োজনে সংগীত সন্ধ্যা: সামিনা চৌধুরী ও স্বপ্নিল সজীবের সুরের মূর্ছনায় মাতবে শহর
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
“সৃষ্টিতে কৃষ্টিতে আছি মোরা একসাথে” — এই মূলমন্ত্রকে ধারণ করে বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতির সুরক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে নিউইয়র্কের সংগঠন এবাউট টাইম ইভেন্টস। তারই অংশ হিসেবে আগামী ২১ এপ্রিল ২০২৪, নিউইয়র্ক শহরে আয়োজন করা হচ্ছে এক ব্যতিক্রমী ও মনোজ্ঞ সংগীত সন্ধ্যার।
এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী সামিনা চৌধুরী এবং রবীন্দ্রসংগীতের প্রথিতযশা শিল্পী স্বপ্নিল সজীব। অনুষ্ঠানে নিউইয়র্কসহ আশপাশের বিভিন্ন শহর থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত অসংখ্য সংস্কৃতিমনা ও সংগীতানুরাগী অতিথিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
‘এবাউট টাইম ইভেন্টস মিউজিক্যাল ইভেন্টস’ নামক এই আয়োজন বাংলা গানের চিরন্তন ধারা ও বাঙালির সাংস্কৃতিক পরিচয়কে প্রবাসের মাটিতে আরও দৃঢ় করে তুলবে বলে আয়োজকরা আশাবাদী। তারা বলেন, মূলধারার সংস্কৃতিকে সচল রাখলেই চির অম্লান থাকবে বাংলা ভাষা, গান এবং বাঙালিয়ানার ঐতিহ্য।
এবাউট টাইম ইভেন্টস পরিবার থেকে জানানো হয়েছে,
“সৃষ্টি সুখের উল্লাসে মাতোয়ারা হতে আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজিত এই মনোজ্ঞ সংগীত সন্ধ্যায়।”
উল্লেখ্য, নিউইয়র্কের সংগীতানুরাগী দর্শকদের জন্য এটি একটি অনন্য আয়োজন, যেখানে একই মঞ্চে দুই প্রখ্যাত শিল্পীর সুরের মূর্ছনায় ভেসে যাবে প্রবাসী বাঙালির হৃদয়।